Home বিশ্ব হিজাব ব্যবহারের অনুমতি পেল নাইজেরিয়ার ছাত্রীরা

হিজাব ব্যবহারের অনুমতি পেল নাইজেরিয়ার ছাত্রীরা

by Newsroom
হিজাব ব্যবহারের

নাইজেরিয়ায় হিজাব বিতর্কে সরকার মুসলিম ছাত্রীদের পক্ষে রায় দিয়েছে। এতে পুনরায় হিজাব ব্যবহারের অনুমতি পেয়েছে নাইজেরিয়ার কাভারা প্রদেশের ছাত্রীরা। কাভারা প্রদেশের গভর্নরের নির্দেশ মোতাবেক এখন থেকেই প্রদেশের শিক্ষার্থীরা হিজাব ব্যবহার করে ক্লাসে উপস্থিত হতে পারবেন।

একই সঙ্গে স্কুলগুলোতে ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে সব ধর্মকে স্বাধীনতা ভোগ করে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য উৎসাহিত করেছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান জানায়, নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় কাভারা প্রদেশে রাজধানী ইলুরিনে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এরপরই গভর্নর এক বিবৃতিতে, স্কুলগুলোতে ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে সব ধর্মকে স্বাধীনতা ভোগ করে শান্তিপূর্ণভাবে বসবাস করতে বলেন।

বিবৃতিতে বলা হয়, হিজাব ইস্যুতে কোনো বিজয়ী বা পরাজয়কারী নেই। রাজ্য গভর্নর উভয় ধর্মকে (খ্রিস্টান ও মুসলমান), বিশেষত নেতা, বিশেষজ্ঞ এবং মিডিয়া ব্যক্তিত্বকে তাদের কর্ম ও বক্তব্যের দায়বদ্ধতার সঙ্গে একত্রে শান্তিপূর্ণভাবে বাস করতে উত্সাহিত করছে।

নাইজেরিয়া কাভারা প্রদেশের ইলুরিন অঞ্চল দেশটির পশ্চিমে বেনিনের সীমান্তে অবস্থিত। এ অঞ্চলটি মুসলিম অধ্যুষিত।

এদিকে কাভারার ইসলামী অধিকার রক্ষাকারী সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, নারী মুসলিম শিক্ষার্থীরা যাতে তাদের হিজাব ব্যবহার করে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করবে।

আরও পড়ুন : নিউজিল্যান্ড পুলিশের পোশাকে যুক্ত হলো হিজাব

ভয়েস টিভি/এমএইচ

You may also like