5
উচ্চারণ : আল্লাহুম্মাহদিনি ওয়া সাদ্দিদনি ওয়াজকুর বিল হুদা হিদায়াতাকাত তরিকা ওয়াস সাদাদি সাদাদাস সাহমি।
অর্থ : হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ প্রদর্শন করুন, আমাকে সোজা পথে পরিচালিত করুন। আপনার হিদায়াতকে সঠিক পথের মাধ্যমে এবং তীর সোজা করাকে সরলতার মাধ্যমে স্মরণ করুন।
উপকার : আলী (রা.) বলেন, রাসুল (সা.) আমাকে এই দোয়া শিখিয়েছেন। (মুসলিম, হাদিস : ৬৮০৫)