Home বিনোদন এবার তৃণমূল ছাড়ছেন অভিনেতা হিরণ

এবার তৃণমূল ছাড়ছেন অভিনেতা হিরণ

by Shohag Ferdaus
অভিনেতা

এবার তৃণমূল ছাড়ছেন টলিউডের অভিনেতা ও যুব তৃণমূলের সহ-সভাপতি হিরণ চট্টোপাধ্যায়। দল ছাড়ার ইঙ্গিত দেয়ার সময় যিনি জানিয়েছেন, ‘যেখানে সম্মান পাব, সেখানেই যাব। বিজেপি ছাড়াও অন্য দলের সঙ্গে কথা হয়েছে।’

৩০ জানুয়ারি শনিবার দল বদলেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ডালমিয়া, উত্তরপাড়ার দলত্যাগী বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার সাবেক মেয়র রথীন চক্রবর্তী, রানাঘাটের সাবেক বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় ও অভিনেতা রুদ্রনীল ঘোষ।

এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি সরগরম দলবদল ঘিরে। টলিউডও সেই সমীকরণের বাইরে নয়। বোলপুরের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ও বেসুরো গাইবার পরে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার পরে তার দল ছাড়ার সম্ভাবনা শেষ হয়েছে বলেই মনে করা হচ্ছে।

কিন্তু শনিবার অমিত শাহ’র কাছ থেকে গেরুয়া পতাকা নিয়েছেন রুদ্রনীল ঘোষ। আগের দিন, শুক্রবার বিজেপিতে যোগ দেন ‘খড়কুটো’ সিরিয়ালের অভিনেতা কৌশিক রায়।

ভয়েস টিভি/এসএফ

You may also like