Home বিনোদন হিরো আলমের দ্বিতীয় ছবি ‘টোকাই’, গান গাইবেন নিজেই!

হিরো আলমের দ্বিতীয় ছবি ‘টোকাই’, গান গাইবেন নিজেই!

by Amir Shohel

বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর আলোচিত নাম হিরো আলম। তার সব কিছুতেই যেন দেশের জনগণের উপহাসের কমতি নেই। তবুও তিনি পিছিয়ে নেই। নতুন করে শুটিং শুরু করেছেন এই ভাইরাল অভিনেতা, গায়ক। ছবির নাম ‘টোকাই’। প্রযোজনাও করেছেন নিজেই। সেখানে দেখা মিলছে দেশীয় চলচ্চিত্রের কয়েকশ আর্টিষ্টসহ পুরনো দিনের হার্ডথ্রব অভিনেতা মেহেদিকে। তবে প্রথম ছবি তেমন কোনো সাড়া না ফেললেও তাকে বেশ আলোচনায় আসতে দেখা যায় ‘বাবু খাইছো’ গানে কণ্ঠ দিয়ে।

তার প্রযোজনায় দ্বিতীয় ছবি নিয়ে ভাইরাল বয় হিরো আলম বলেন, ‘এটি আমার দ্বিতীয় ছবি। প্রতি বছর আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি ছবি নির্মাণ করব বলে দর্শকদের কথা দিয়েছিলাম। আমার কথা রাখছি। তবে গান আমার পেশা না। ধামাকা হিসেবে আমার ছবিতে দর্শকের জন্য আমার নিজের কণ্ঠে একটি গান থাকবে। ইতোমধ্যে শুটিং শুরু করেছি। ঈদে মুক্তি দেবার কথায় জানান দেন এই ভাইরাল বয়।’

এছাড়াও তিনি আরও বলেন, ‘দেশীয় চলচ্চিত্র যখন স্থবির তখন বড় বড় প্রযোজকরা এই অঙ্গণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার তেমন অর্থ না থাকলেও চলচ্চিত্রের দুর্দিনে পাশে আছি শুধু মাত্র চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকে। যখন চলচ্চিত্র থেকে অনেক অভিনেতা অভিনেত্রী কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হলেও চলচ্চিত্রের দুর্দিনে কাউকে পাওয়া যায়নি। এমনটি অভিযোগের ঝুলি থেকে কিছু অভিমানের কথাগুলি জানান এই সোশ্যাল মিডিয়ার ভাইরাল অভিনেতা।’

ভয়েসটিভি/এএস

You may also like