Home সারাদেশ হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

by Newsroom

পূজার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। ২৮ অক্টোবর সকাল ১১টায় টানা ছয়দিন পর এ বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

এদিন ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ পানামা পোর্টের ভেতরেও শুরু হয়েছে পণ্য ওঠা-নামার কাজ।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে টানা বন্দরের কার্যক্রম ছয়দিন বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like