Home সারাদেশ বঙ্গবন্ধুকে ভালোবেসে ১২০ ফুটের কেক তৈরি করল প্রতিবন্ধী হীরক

বঙ্গবন্ধুকে ভালোবেসে ১২০ ফুটের কেক তৈরি করল প্রতিবন্ধী হীরক

by Shohag Ferdaus
কেক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১২০ ফুট দৈর্ঘ্যের কেক তৈরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন পাবনার ঈশ্বরদী উপজেলার প্রতিবন্ধী যুবক হীরক আহমেদ।

ঈশ্বরদী উপজেলার মধ্য অরন কোলা শামসুর রহমান শরিফ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই কেক তৈরির পর প্রদর্শনীর আয়োজন করা হয়।

আর এই আয়োজনে আশেপাশের এলাকাসহ বিভিন্ন এলাকার উৎসুক মানুষ কেকটি এক নজর দেখতে ভিড় জমায়।

জানা যায়, রাতে জাতির পিতার জন্মশতবর্ষের এই অনুষ্ঠান উপলক্ষে ৮০০ পাউন্ডের এই কেকটি কাটবেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ।

হীরক আহমেদ জানান, বঙ্গবন্ধুর নীতি ও আদর্শতে সে অনুপ্রাণিত। বঙ্গবন্ধুর দেখা না পেলেও তার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেখে কিছুটা উপলব্ধি করতে পেরেছি বঙ্গবন্ধু কেমন হতে পারে। আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কেকটি তৈরি করেছি।

তিনি আরও জানান, আমি একটি ক্ষুদ্র ব্যবসা করি। আমার সামর্থ্য নেই বড় আয়োজন করার তবুও নিজের গচ্ছিত কিছু অর্থ দিয়ে আমি এই আয়োজন করেছি। আজ বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি। তার জন্য মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। সে বাঙালি জাতির পিতা। যতদিন বেঁচে থাকব অন্তরে বঙ্গবন্ধুকে ও তার নীতি আদর্শকে লালন করে বেঁচে থাকব ।

ভয়েস টিভি/এসএফ

You may also like