Home বিশ্ব নিলামে রক্তবর্ণ-গোলাপি হীরা!

নিলামে রক্তবর্ণ-গোলাপি হীরা!

by Shohag Ferdaus
গোলাপি

বিশ্বের সবচেয়ে দামি গোলাপি হীরার নিলাম হয়ে গেলো জেনেভায়। রক্তবর্ণ-গোলাপি হীরার টুকরোটি বিক্রি হয়েছে ২২৫ কোটি ৩২ লাখ টাকায়। গোলাপি হীরার দামের ক্ষেত্রে এটি একটি বিশ্বরেকর্ড। জেনেভার বিশ্বখ্যাত নিলাম হাউজ সথেবী হীরাটি বিক্রর জন্যে নিলামে তুলেছিল। ডয়েচে ভেলে।

রাশিয়ান ব্যালের নাম অনুসারে দ্যুতি ছড়ানো ডিম্বাকৃতির এই বিশেষ হীরাটির নাম রাখা হয়েছে ‘দ্য স্পিরিট অফ দ্য রোজ’। বিশ্বের অত্যন্ত ধনী ব্যক্তিদের সম্পদের পাহাড়ের তালিকায় এখন রয়েছে অতি মূল্যবান ডিম্বাকৃতির এরকম রঙিন হীরা, জহরত।

নিলাম হাউজ সথেবী জানায়, রাশিয়ার হীরা ব্যবসায়ী আলরোজার মতে ১৪.৮৩ ক্যারেটের পার্পেল-গোলাপি এই হীরাটি এখন পর্যন্ত রাশিয়ার খনিতে পাওয়া সব হীরার মধ্যে সবচেয়ে বড় আকৃতির।

বিশেষজ্ঞদের মতে, দেখতে অত্যন্ত সুন্দর আর চকচকে গোলাপি রংয়ের হীরাটি খুবই বিরল এবং সংগ্রকারীদের কাছে মহামূল্যবান। মূল্যবান রত্নটি ১১ নভেম্বর জেনেভায় নিলামে যাওয়ার আগে হংকং, সিঙ্গাপুর এবং তাইপেতে প্রদর্শন করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like