Home সারাদেশ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

by Shohag Ferdaus
প্রতিবন্ধীদের

পাবনায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ৪৭টি হুইল চেয়ার, ১৫টি সাদাছড়ি ও ৫টি এয়ারিং এইড বিতরণ করা হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার ‘সাদাছড়ির উন্নতি দৃষ্টি প্রতিবন্ধীর ব্যক্তির অগ্রগতি’ প্রতিপাদ্যে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কানাডা সিএম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মাদ রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আবুল হাশেম, জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এবং প্রতিবন্ধী সেবা ও সাহায়্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিও থেরাপিস্ট ডা. আসমাউল হুসনা, দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র পরিচালক সানোয়ার হোসেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like