Home বিশ্ব হৃদরোগে মৃত্যুর পরেও ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি কার্যকর

হৃদরোগে মৃত্যুর পরেও ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি কার্যকর

by Newsroom
হৃদরোগে

ইরানে স্বামী হত্যার দায়ে অভিযুক্ত জাহরা ইসমাইলি নামে এক নারীকে মৃত্যুদণ্ড দেন আদালত। কিন্তু ফাঁসিতে ঝোলানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলেও ওই নারী আসামির মরদেহকে ফাঁসিতে ঝোলানো হয়। নিয়ম রক্ষার্থে এমনই অমানবিক ঘটনা ঘটেছে দেশটির রাজাই শাহর জেলে। খবর নিউইয়র্ক পোস্টের।

এদিকে যে জেলে জাহরাকে ফাঁসি দেয়ার কথা ছিল, সেই রাজাই শাহর জেল বন্দিদের ওপরে অত্যাচারের জন্যে কুখ্যাত বলে জানা গেছে।

জাহরার আইনজীবী ওমিদ মোরাদির দাবি, জাহরা ইসমাইলির স্বামী আলীরেজা জামানি পেশায় একজন গোয়েন্দা কর্মকর্তা ছিলেন। আলীরেজা তার স্ত্রী ও দুই মেয়েকে নির্যাতন করতেন। আর এই নির্যাতনের হাত থেকে মেয়েদের বাঁচাতেই স্বামীকে খুন করতে বাধ্য হন তিনি। পরে স্বামীকে হত্যার দায়ে তার মৃত্যুদণ্ড দেন আদালত।

তার আইনজীবীর অভিযোগ, ফাঁসির আগে আরও ১৬ জন সাজাপ্রাপ্তের পেছনে লাইনে দাঁড় করানো হয়েছিল দুই সন্তানের মা জাহরাকে। চোখের সামনে একের পর একজনকে ফাঁসিতে ঝুলতে দেখে সেই মানসিক ধাক্কা সামলাতে পারেননি তিনি। লাইনে দাঁড়িয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। কিন্তু তারপরেও তাকে ছাড় দেয়া হয়নি।

মৃত্যুর পরেও জাহরার দেহটি ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে দড়িতে বেঁধে ঝোলানো হয়। যাতে ফাঁসিতে ঝোলানোর পর তার শাশুড়ি লাথি মেরে জাহরার পায়ের নিচ থেকে চেয়ারটি সরিয়ে দিতে পারেন।

মোরাদি আরও দাবি করেন, ডেথ সার্টিফিকেটে জাহরার মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথাই উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধে মিসাইল গিয়ে পড়লো ইরানে

ভয়েস টিভি/এমএইচ

You may also like