Home সারাদেশ কুড়িগ্রামে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

by Newsroom
হেরোইনসহ

কুড়িগ্রামে হেরোইনসহ মাদক ব্যবসায়ী শেখ সাদীকে গ্রেফতার করা হয়েছে। ১ ফেব্রুয়ারি সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে তিন গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ১২ট মাদক মামলা বিচারাধীন রয়েছে।

জানা গেছে, কুড়িগ্রাম সদরের ছত্রপুর সরদারপাড়ার শাহাদাত আলীর ছেলে শেখ সাদী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ইতোপূর্বে তিনি গ্রেফতার হলেও আইনের ফাঁক গলে জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পরে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাড়ির পাশে মাদক লেনদেনের সময় হাতে নাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, মাদক কেনাবেচার তথ্য জানতে পেরে এসআই আমিনুলসহ ঘটনাস্থলে ফোর্স প্রেরণ করা হয়। তারা মাদক ব্যবসায়ী শেখ সাদীকে তিন গ্রাম হেরোইনসহ হাতে নাতে আটক করে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like