Home বিশ্ব বিয়েতে হেলিকপ্টার থেকে টাকা উড়াল যুবক!

বিয়েতে হেলিকপ্টার থেকে টাকা উড়াল যুবক!

by Shohag Ferdaus
পাকিস্তানে

পাকিস্তানে বাতাসে উড়ছে টাকা! সেই টাকা কুড়াতে কেউ রাস্তায় ছুটছেন, তো কেউ আবার ছাদে উঠছেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক দৃশ্য।

আসলে এমন কাণ্ড ঘটিয়েছেন, এক যুবক। তার ভাইয়ের বিয়েতে হেলিকপ্টার থেকে টাকা ছড়িয়েছেন। শুধু তাই নয়, পাশের একটি বাড়ি থেকেও টাকা ছড়ানো হয়েছে।

জানা গেছে, ঘটনাটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারওয়ালের মান্ডি বাহাউদ্দিন এলাকায়। ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে টাকা এবং ফুল ছড়াতে হেলিকপ্টার ভাড়া করেছিলেন ওই ব্যক্তি। এরপর প্রকাশ্যে দিবালোকে সেই টাকা ওড়াতে থাকেন। বরের অন্যান্য আত্মীয়রাও পাশের একটি বাড়ির ছাদ থেকে টাকা ছড়াতে থাকেন। আর সেই টাকা কুড়োতেই প্রচুর মানুষ ভিড় করেন। যে যত টাকা পারেন তুলে নেন। আর সেই মুহূর্তের ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখে কেউ মজা করেছেন, তো কেউ অবাক হয়েছেন। অনেকেই আবার এভাবে টাকা ছড়ানো নিয়ে প্রশ্নও তুলেছেন। তবে এই প্রথম নয়, এর আগেও পাকিস্তানে এধরনের দৃশ্য দেখা গেছে।

সম্প্রতি গুরজানওয়ালাতে এক শিল্পপতি নিজের ছেলের বিয়েতে ডলার উড়িয়েছিলেন। সেই ভিডিওটিও রীতিমতো ভাইরাল হয়েছিল।

ভয়েস টিভি/এসএফ

You may also like