Home জাতীয় হোটেলে খাবার অবশিষ্ট রেখে ২০ তলা থেকে লাফ

হোটেলে খাবার অবশিষ্ট রেখে ২০ তলা থেকে লাফ

by Mesbah Mukul

চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলের ২০ তলা থেকে লাফিয়ে পড়ে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত যুবকের নাম আরিফ কবির (২৪)। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডের বাসিন্দা এনামুল কবিরের ছেলে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন বলেন, আমরা জানতে পেরেছি আরিফ ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিল। সেখান থেকে চট্টগ্রামে আসে। গতকাল সোমবার রাতে তিনি রেডিসন ব্লু হোটেলে খাবার খেতে যায়। তবে সে সব খাবার খায়নি। কিছু খাবার প্লেটে রেখে দেয়। একপর্যায়ে হোটেলের ২০ তলা থেকে লাফ দেয় সে। লাফ দিয়ে ৬ তলায় পড়ে।

পুলিশ জানায়, ঘটনার পর রাতেই আরিফকে উদ্ধার করা হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

অফিসার নেজাম বলেন, হোটেলে থাকা দুই বিদেশিসহ একাধিক প্রত্যক্ষদর্শীর সাথে পুলিশ কথা বলেছে। পুলিশ নিশ্চিত হয়েছে, আরিফকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়নি। সে নিজ থেকেই লাফ দিয়েছে।

ময়নাতদন্তের জন্য আরিফের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আরিফ কী কারণে হোটেলের ২০ তলা থেকে লাফ দিয়েছেন, তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানায় কোতোয়ালি থানা-পুলিশ।

আরও পড়ুন : সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১৭

ভয়েসটিভি/এমএম

You may also like