আগামী ২০ জানুয়ারি বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এর আগে সকালেই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়বেন বলে জানা গেছে।
বাইডেনের অভিষেকের আগেই হোয়াইট হাউস শুধু নয়, রাজধানী ওয়াশিংটনও ছাড়ার সিদ্ধান্তও নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে নিজের ঘনিষ্ঠদের এ ব্যাপারে জানিয়ে দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
১৫০ বছরের মধ্যে এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট তার উত্তরসূরির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না।
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, বাইডেনের শপথের দিন সকালেই ট্রাম্প হোয়াইট হাউস ছাড়বেন। এর আগে যদিও তিনি ১৯ জানুয়ারি মঙ্গলবার ওয়াশিংটন ডিসি ছাড়ার পরিকল্পনা করেছিলেন।
সূত্রটি আরও বলছে, বিদায়ী অনুষ্ঠান ওয়াশিংটনের বাইরের ঘাঁটি জয়েন্ট বেইজ অ্যান্ড্রুজে করার পরিকল্পনা করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানের সদর দফতর এই ঘাঁটিতে। জয়েন্ট বেইজ অ্যান্ড্রুজে বিদায়ী অনুষ্ঠান শেষে ট্রাম্প ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে উড়ে যাবেন। সেখানে তার মার-এ-লাগো রিসোর্টে নতুন জীবন শুরু করবেন।
এ দিকে ট্রাম্পকে গত সপ্তাহে অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট নজিরবিহীনভাবে দ্বিতীয়বারের মতো অভিশংসনের শিকার হলেন।
গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের হামলায় উসকানি দেয়ার অভিযোগে এই পদক্ষেপ নেয় প্রতিনিধি পরিষদ। এর আগে ২০১৯ সালে ইউক্রেন কেলেঙ্কারির কারণে কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পকে প্রথম দফায় অভিশংসন করা হয়েছিল।
নিয়ম অনুযায়ী প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব পাশের পর তা যাবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। তবে তা ২০ জানুয়ারির আগে হবে না বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল। সিনেটেও ট্রাম্প অভিশংসিত হলে তিনি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন।
রীতি অনুযায়ী হোয়াইট হাউসের ওভাল অফিসে জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনকে চা চক্রে আমন্ত্রণ জানানোর প্রটোকলও ভাঙতে যাচ্ছেন ট্রাম্প। তবে শপথ নেওয়ার আর মাত্র পাঁচ দিন বাকি থাকতে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শুক্রবার টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন।
এ দিকে বিশ্লেষকেরা বলছেন, বাইডেন প্রশাসনকে প্রথম দিন থেকেই বহুবিধ সংকট মোকাবিলা করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হোঁচট খাওয়া জাতীয় টিকাদান প্রকল্প, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং সিনেটে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া চালিয়ে নেয়া।
ভয়েস টিভি/এমএইচ