Home বিনোদন ফোর্বসের সেরা ১০০ তারকার তালিকায় বাংলাদেশের পরী

ফোর্বসের সেরা ১০০ তারকার তালিকায় বাংলাদেশের পরী

by Shohag Ferdaus
পরী

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মনি বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পেয়েছেন। সোমবার ৭ ডিসেম্বর জনপ্রিয় মার্কিন সাময়িকীটি এই তালিকা প্রকাশ করেছে।

ফোর্বস প্রকাশিত তালিকায় পরী মনি সম্পর্কে লিখেছে, ‘ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে পরীর। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার জেতেন তিনি। এখন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন, যদিও করোনা মহামারির কারণে তার অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার মুক্তির তারিখ পিছিয়েছে।’ তবে আগামীকাল শুক্রবার এ সিনেমাটি মুক্তি পাচ্ছে।

এ প্রসঙ্গে পরী মনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, হঠাৎ করে অনেক ফোন আসা শুরু করে। যার মধ্যে অনেক এসএমএস, প্রায়ই কনগ্রাচুলেশন। তো আমি ভাবলাম কি, এটা ১১ তারিখের জন্য মে বি, ‘বিশ্বসুন্দরী’ রিলিজ হচ্ছে। ওই সময় আমি রেডি হচ্ছিলাম, চয়নিকা চৌধুরী ছিলেন। উনি খুব তাড়াহুড়ো করছিলেন, চলো… ৪টার দিকে আমাদের একটা চ্যানেলে প্রোগ্রাম ছিল। আমরা রেডি হচ্ছিলাম, ওই সময় এত বেশি ফোন আসছিল যে আমি একটা পর্যায়ে একটু লাউড হয়ে গেলাম… এতবার ফোন, কী সমস্যা… এরপর রেগেই ফোনটা ধরলাম…।’

পরী

পরী মণি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, ‘আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি… মানুষ তো স্বপ্ন দেখে, তার তো একটা কারণ থাকে স্বপ্ন দেখার। আমার মনে হয় ড্রিমটা একটু বড় হয়ে গেল। আরও ভালো ভালো কাজ করার চ্যালেঞ্জটাও রয়ে গেল। শুধু ফ্যান-ফলোয়ার না, অবশ্যই এটা কাজের জন্য…আসলে এই অর্জনটা আমার না। যারা আমাকে ভালোবেসেছেন, সাপোর্ট দিয়েছেন, আমি তাঁদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।’

এই তালিকায় ভারত থেকে জায়গা পেয়েছেন ১২ তারকা। এদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাট, রণবীর সিং, হৃতিক রোশন, নেহা কক্কর, শহিদ কাপুর, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, অক্ষয় কুমার ও শ্রেয়া ঘোষাল।

ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় প্রথম স্থানে আছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’, দ্বিতীয় স্থানে চীনা গায়ক ও অভিনেতা জ্যাকসন ইয়ের, তৃতীয় অবস্থানে থাইল্যান্ডের অভিনেত্রী দাভিকা হর্নে এবং চতুর্থ অবস্থানে অমিতাভ বচ্চন।

আরও পড়ুন: আমার তো যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে : পরীমনি

ভয়েস টিভি/এসএফ

You may also like