Home সারাদেশ ১০১০ কিলোমিটার পথ পাড়ি দিলেন ১০০ সাইক্লিস্ট

১০১০ কিলোমিটার পথ পাড়ি দিলেন ১০০ সাইক্লিস্ট

by Newsroom
১০১০ কিলোমিটার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ১০১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফে যান বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ সাইক্লিস্ট। ১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে তারা টেকনাফের মেরিন ড্রাইভের জিরো কিলোমিটারে পৌঁছান।

এর আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গত ৮ নভেম্বের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে থেকে ‘মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন ২০২০’ নামের এই সাইকেল ট্যুর শুরু হয়। টিম লিডারের দায়িত্বে ছিলেন লে. কর্নেল শফিউল আলম।

মঙ্গলবার বিকেলে ২২ দিনের এই সাইক্লিং এক্সপেডিশন টেকনাফের মেরিন ড্রাইভের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয়রা লাল-সবুজের পোশাকে সজ্জিত এসব সাইক্লিস্টদের পতাকা নেড়ে স্বাগত জানায়।

পরে অর্থনীতি অঞ্চলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন,  কক্সবাজারের রামু ১০ ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাইদি। এছাড়া লে. কর্ণেল সফিউল আলম, সাইক্লিং টিমের লিডার মেজর আসিফ মাহমুদ ও মেজর সাইফুল প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তৃতায় ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাইদি বলেন, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এই দীর্ঘপথ সাইকেল চালিয়ে শেষ করা বেশ দুঃসাহসিক ও চ্যালেঞ্জিং। বাংলাদেশ সেনাবাহিনীর সাইক্লিং টিম এই দুঃসাহসিক কাজটি সম্পন্ন করে ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মাধ্যমে তারা সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের চেতনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা এবং একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্যে সেনাবাহিনীর সাইক্লিং এক্সপেডিশন দেশবাসিকে মুগ্ধ ও অনুপ্রাণিত করেছে। আগামী ৩ ডিসেম্বর কক্সবাজারের জলতরঙ্গে এর সমাপনী অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এসময় সাইক্লিস্ট টিমের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ছড়িয়ে দিতে এ উদ্যোগ। এছাড়া যাত্রাপথে সচেতনতামূলক বার্তা জনসাধারণের মাঝে পৌঁছিয়ে দেয়া হয়।

আরও পড়ুন : সেনাবাহিনীর শতজন সাইক্লিস্ট এখন রংপুরে

ভয়েস টিভি/এমএইচ

You may also like