গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির উদ্যোগে ২ মার্চ মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী নগরীর জয়দেবপুর রেল জংশনে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. সামসুল হকের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা হাতেম আলী, আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম, হোসনে আরা সিদ্দিকা জুলি, মোহাম্মদ শরীফ হোসাইন প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী সামসুল হক বলেন, করোনাকালে ‘অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ প্রকল্প’ নামে একটি প্রকল্প চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রকল্পটির মাধ্যমে রেলওয়ে পরিচালিত ট্রেনগুলোতে আসনবিহীন যাত্রী নিয়ন্ত্রণ করা হলেও বেসরকারিভাবে চালিত ট্রেনগুলো চলছে নিয়ন্ত্রণহীনভাবে।
এতে সীমাহীন কষ্টে পড়েছে গাজীপুর থেকে ঢাকায় যাতায়াতকারী নিয়মিত যাত্রীরা। গাজীপুরের ৭০ লক্ষ মানুষের দাবি মেনে নেয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
কর্মসূচিতে ট্রেনের বগি বৃদ্ধি, জয়দেবপুর রেল ক্রসিং-এ ওভারব্রিজ নির্মাণ, প্রথম শ্রেণির স্টেশনের উন্নীতকরণ, গাজীপুরের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণসহ ১০ দফা দাবি জানানো হয়।
আরও পড়ুন : বাসে চকলেট বিক্রেতা কিশোরীকে ধর্ষণ : চালক আটক
ভয়েস টিভি/এমএইচ