Home বিশ্ব মিয়ানমারে বিদ্রোহীদের সংঘবদ্ধ হামলায় ১০ পুলিশ নিহত

মিয়ানমারে বিদ্রোহীদের সংঘবদ্ধ হামলায় ১০ পুলিশ নিহত

by Shohag Ferdaus
নিহত

মিয়ানমারে জান্তা সরকারবিরোধী জাতিগত সশস্ত্র বিদ্রোহীজোটের সংঘবদ্ধ হামলায় ১০ পুলিশ নিহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শান রাজ্যের নউংমনে একটি থানায় শনিবার স্থানীয় সময় সকালের দিকে এই হামলার ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জান্তাবিরোধী এ বাহিনীতে আরাকান আর্মি, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। শান নিউজ হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হওয়ার কথা বললেও সংবাদমাধ্যম শোয়ে ফি মেয়ায় বলছে, নিহতের সংখ্যা ১৪।

থানায় হামলা প্রসঙ্গে সামরিক জান্তার মুখপাত্রের মন্তব্য নিতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের হিসাবে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া আন্দোলন এখন পর্যন্ত ঝয় শ’রও বেশি মানুষ নিহত হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like