Home সারাদেশ বাউফলে ১০ মন ইলিশের পোনা জব্দ

বাউফলে ১০ মন ইলিশের পোনা জব্দ

by Shohag Ferdaus
পোনা জব্দ

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের লঞ্চঘাট পন্টুন থেকে ১০ মন ইলিশের পোনা জব্দ করা হয়েছে। ৩০ জানুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের সহোযোগিতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান অভিযান চালিয়ে ওই ইলিশের পোনা জব্দ করেন।

প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে ডোলভর্তি মাছগুলো পন্টুনে ফেলে ট্রলার নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান জানান, আজ দুপুরে বন্দরের লঞ্চঘাট পন্টুন থেকে অভিযান চালিয়ে ৯টি ডোলভর্তি অর্ধলাখ টাকা মূল্যের ইলিশের পোনা জব্দ করা হয়েছে। মাছগুলো এতিমখানা, লিল্লাবোডিং ও দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like