Home জাতীয় দেশে কাল-পরশুর মধ্যেই আসছে ১০ লাখ ডোজ টিকা

দেশে কাল-পরশুর মধ্যেই আসছে ১০ লাখ ডোজ টিকা

by Newsroom
করোনা

কাল-পরশুর মধ্যেই দেশে আসছে ১০ লাখ ডোজ টিকা। করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনায় যুক্ত দায়িত্বশীল পর্যায় থেকে ১৮ জানুয়ারি সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রটি জানিয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের টিকা থেকে ভারত সরকার বাংলাদেশ সরকারকে এই টিকা উপহার হিসেবে দিচ্ছে।

এর আগে আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স প্রোগ্রামে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশকে কিছু টিকা উপহার হিসেবে দেবে। যা যেকোনো সময় দেশে আসতে পারে।

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলেও ঠিক কী পরিমাণ টিকা আসবে কিংবা এই টিকা কাদের- তা পরিষ্কার করেননি স্বাস্থ্যমন্ত্রী। বিষয়টি পরে তুলে ধরা হবে বলে জানান তিনি।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like