Home খেলার খবর পাকিস্তানকে ১২৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পাকিস্তানকে ১২৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

by Imtiaz Ahmed

ম্যাচ হারলেই হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হবে বাংলাদেশকে।

এই সমীকরণ সামনে নিয়েও পাকিস্তানকে বড় লক্ষ্য দিতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। আগে ব্যাট করে করেছে ১২৪ রান।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও ব্যর্থ বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটার।

গেল দুই ম্যাচের ব্যর্থতায় আজ বাদ পড়েছেন ওপেনার সাইফ হাসান। তাঁর বদলে নাঈমের সঙ্গে ওপেনিংয়ে নামানো হয়েছে নাজমুল হোসেন শান্তকে। কিন্তু তাতে লাভ হয়নি। দলীয় ৭ রানেই সাজঘরে ফিরেছেন শান্ত। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে ফেরেন শামীম হোসেন ও আফিফ হোসেন। তিন উইকেট হারালেও বড় লক্ষ্যের আশায় লড়ছে বাংলাদেশ।

পাকস্তানের বিপক্ষে আজকের একাদশে মোট তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে অভিষেক হয়েছে পেসার শহীদুল ইসলামের।

আগের ম্যাচে কিছুটা চোট পাওয়া দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম আজ বিশ্রামে।

তাঁদের জায়গায় দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

পাকিস্তান দলেও একজনের অভিষেক হয়েছে। তাঁদের দলে অভিষেক হয়েছে পেসার শাহনওয়াজ দাহানির। এ ছাড়া ফিরেছেন সরফরাজ আহমেদ, ব্যাটসম্যান ইফতেখার আহমেদ ও লেগ স্পিনার উসমান কাদির।

ছেলের অসুস্থতায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শোয়েব মালিক। বিশ্রামে আছেন শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান ও ফখর জামান।

গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে আশা জাগিয়েও পারেনি বাংলাদেশ। অল্প পুঁজি নিয়ে লড়াই করে শেষ পর্যন্ত হেরে যায় ৪ উইকেটে।

দ্বিতীয় ম্যাচে তেমন লড়াই করতে পারেনি বাংলাদেশ। ব্যাটে-বলের দাপটে ৮ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে পাকিস্তান। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয় বাবর আজমদের।

আজ শেষ ম্যাচে জিতলেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করবে পাকিস্তান। তাই হোয়াইটওয়াশ এড়াতে জয় ছাড়া বিকল্প নেই লাল-সবুজের দলের।

You may also like