Home সারাদেশ ভোলায় ১২৫ সড়ক বিধ্বস্ত, ক্ষতি ১৪৮ কোটি টাকা

ভোলায় ১২৫ সড়ক বিধ্বস্ত, ক্ষতি ১৪৮ কোটি টাকা

by Shohag Ferdaus
১২৫ সড়ক

ভোলায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৫টি গ্রামীণ সড়ক। এর বেশিরভাগ রাস্তা এখন চলাচলের অনপুযোগী হয়ে পড়েছে। কিছু সড়কে আবার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। আর এতে ক্ষতি হয়েছে ১৪৮ কোটি টাকা। এ অবস্থায় দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

সরেজমিনে দেখা গেছে, সড়কজুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও আবার ভেঙে বিধ্বস্ত হয়ে গেছে পুরো রাস্তা। আর তাই অনেক স্থানে সাকো নির্মাণ করা হয়েছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। কিছুদিন আগে ভোলার ওপর দিয়ে বয়ে যাওয়া দুই দফার বন্যা ও টানা বর্ষণে এমন চিত্র ভোলার গ্রামীণ সড়কের। বর্তমানে জেলার ১২৫টি সড়কের ৫৯২ কিলোমিটার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়ক দিয়ে এখন যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। তাই দ্রুত সড়ক মেরামতের দাবি এলাকাবাসীর।

সড়কের এমন নাজুক অবস্থার কারণে অনেক স্থানে পায়ে হেটে যাতায়াত করতে হয় পথচারী ও এলাকাবাসীকে। এতে বেশি বিপাকে পড়ছেন রোগী, নারী ও শিশুরা।

ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী।

ভয়েস টিভি/এসএফ

You may also like