Home সারাদেশ জাহাজডুবির একদিন পর ১৩ নাবিক জীবিত উদ্ধার

জাহাজডুবির একদিন পর ১৩ নাবিক জীবিত উদ্ধার

by Newsroom
১৩ নাবিক

নোয়াখালীর হাতিয়া এলাকায় বঙ্গোপসাগর মোহনায় ডুবে যাওয়া গমবোঝাই কার্গো জাহাজ ‘বানু আক্তার-১’ এর মাস্টার-ক্রুসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

১৬ আগস্ট রোববার দুপুরে হাতিয়ার ভাসান চরের বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল খায়ের জানান, দুপুরের দিকে বঙ্গোপসাগরে লাইফ জ্যাকেট পরা অবস্থায় মাস্টার-ক্রুসহ ১৩ জনকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে তাদের উদ্ধার করে তারা। উদ্ধারের পর হাতিয়ার ড়ির চর ইউনিয়নের সূর্যমুখী বাজারে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়েছে। তারা সবাই ডুবে যাওয়া মালবাহী কার্গো জাহাজ বানু আক্তার-১ এর মাস্টার ও ক্রু।

উল্লেখ্য, গতকাল ১৫ আগস্ট সকালের দিকে ১৮শ মেট্রিক টন গম নিয়ে মালবাহী জাহাজ আক্তার বানু-১ চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। গম নিয়ে আসার পথে মেঘনা-বঙ্গোপসাগরের মোহনায় প্রবল স্রোতে ও ঢেউয়ের কারণে জাহাজটির তলদেশ ফেটে ঠেঙার চর এলাকায় ডুবে যায়।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে জাহাজডুবি, ১৩ নাবিক নিখোঁজ

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like