Home বিশ্ব নৌকাডুবে ইউরোপগামী ১৪০ অভিবাসীর মৃত্যু

নৌকাডুবে ইউরোপগামী ১৪০ অভিবাসীর মৃত্যু

by Newsroom

সেনেগাল উপকূল থেকে ইউরোপগামী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৪০ অভিবাসীর মৃত্যু হয়েছে। ২৯ অক্টোবর, বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম জানিয়েছে, শনিবার ২০০ যাত্রী নিয়ে রাজধানী ডাকার থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে এমবৌর শহর থেকে নৌকাটি ছেড়ে যায়।

পরে নৌকাটিতে আগুন ধরে উল্টে গেলে সেনেগাল ও স্পেনের নৌবাহিনী এবং মৎস্যজীবীরা প্রায় ৬০ জনকে উদ্ধার করে। তবে ১৪০ জন ডুবে গেছে। চলতি বছর অভিবাসীবোঝাই নৌকাডুবির এটাই সবচেয়ে প্রাণঘাতী ঘটনা বলেও বিবৃতি প্রকাশ করে আইওএম।

ধারণা করা হচ্ছে, অভিবাসীদের নিয়ে নৌকাটি স্পেনের ক্যানারি আইল্যান্ড হয়ে ইউরোপে পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। নিহতদের পরিচয় জানায়নি উদ্ধারকারীরা। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আইওএম।

আইওএম বলছে, গত সেপ্টেম্বর মাসেই ১৪টি নৌকায় করে ৬৬৩ জন অভিবাসী এই রুট ব্যবহার করেছে। তার মধ্যে ২৬ শতাংশ নৌকাডুবির ঘটনার শিকার হয়েছে।

সংস্থাটি আরও বলছে, এই রুটে ২০১৯ সালে ২১০ জনের মৃত্যু হয়েছিল। তবে চলতি বছর এ পথে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে সাগরে ডুবে ৪১৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like