Home সারাদেশ মাটি খুড়তেই মিলল পিতলের কলস, উদ্ধার ১৪৩ প্রাচীন মুদ্রা

মাটি খুড়তেই মিলল পিতলের কলস, উদ্ধার ১৪৩ প্রাচীন মুদ্রা

by Shohag Ferdaus
পিতলের কলস

ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষক কেশব চন্দ্র বর্মনের বাড়ি থেকে ১৪৩টি প্রাচীন মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। ১৬ মার্চ সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামে ওই শিক্ষকের বাড়ি থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়।

কেশব চন্দ্র বর্মন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এলাকাবাসীর বরাতে ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, স্কুলশিক্ষক কেশব চন্দ্র বর্মনের বাড়িতে বাথরুমের সেপটিক ট্যাংক বসানোর জন্য মাটি খনন করছিল কয়েকজন শ্রমিক। মাটি খননের এক পর্যায়ে ঢাকনাযুক্ত একটি পিতলের কলস দেখতে পায় শ্রমিকরা। এসময় শ্রমিক মহেন্দ্র চন্দ্র বর্মন ওই কলসটি খুলে তার ভেতর মুদ্রা দেখতে পান। পরে মুদ্রা ও পিতলের কলসটি স্কুলশিক্ষক কেশব চন্দ্র বর্মনের কাছে হস্তান্তর করে শ্রমিকরা।

পিতলের কলস

শ্রমিক মহেন্দ্র চন্দ্র বর্মন বলেন, মাটি খননের কাজ করার সময় ঢাকনাযুক্ত পিতলের একটি কলসটি পাওয়া যায়। কলসটির ভেতরে অনেকগুলো প্রাচীন মুদ্রা ছিল। পরে সেটি স্কুলশিক্ষকের কাছে দেয়া হয়। কলসটির ওজন ছিল কমপক্ষে ৩ থেকে ৪ কেজি।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রুহিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে স্কুলশিক্ষক কেশব চন্দ্র বর্মনের বাড়ি থেকে একটি পিতলের কলস ও ১৪৩টি প্রাচীন মুদ্রা উদ্ধার করে।

এ বিষয়ে কথা বলার জন্য স্কুলশিক্ষক কেশব চন্দ্র বর্মনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

পিতলের কলস

ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, মনে হচ্ছে মুদ্রাগুলো দস্তা, ধাতব ও রুপা মিশ্রিত। মুদ্রার উভয় পিঠে ফারসি, ইংরেজি ভাষা লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো মোগল বা সুলতানি আমলের মুদ্রা।

উদ্ধারকৃত প্রাচীণ মুদ্রাগুলো ট্রোজারের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

ভয়েস টিভি/এসএফ

You may also like