3
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬৬০ জনে।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে ১৮ অক্টোবর রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৬৬টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ২৭৪ জনের শরীরে। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জনে। এর মধ্যে নতুন করে ১ হাজার ৬৭৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
ভয়েস টিভি/এসএফ