3
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটির আক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬২৩ জনে।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে ১৬ অক্টোবর শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
একই সময়ে ১৩ হাজার ৫৭৭টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫২৭ জনের শরীরে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জনে। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫০৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩৮ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
ভয়েস টিভি/এসএফ