Home সারাদেশ ভিক্টোরিয়া কলেজ থেকেই মেডিকেলে চান্স পেলেন ১৮ শিক্ষার্থী

ভিক্টোরিয়া কলেজ থেকেই মেডিকেলে চান্স পেলেন ১৮ শিক্ষার্থী

by Shohag Ferdaus
কলেজ

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে ২০২১ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় ১৮ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ (চান্স) পেয়েছে।

৬ এপ্রিল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, গত ৪ এপ্রিল মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আমরা খবর নিয়ে জানতে পেরেছি কলেজ থেকে এ বছর ১৮ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃর্তী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজে এক জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এক জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে দুই জন, মুগদা মেডিকেল কলেজে দুই জন, ময়মনসিংহ মেডিকেল কলেজে দুই জন, রাজশাহী মেডিকেল কলেজে দুই জন, এবং বরিশাল মেডিকেল কলেজে দুই জন ভর্তির সুযোগ পেয়েছে।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাড়াও জেলার আরও কয়েকটি কলেজ থেকে বেশ কয়েক জন শিক্ষার্থী বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তীর সুযোগ (চান্স) পেয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like