Home বিনোদন মুক্তি পাচ্ছে শাপলা মিডিয়ার চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’

মুক্তি পাচ্ছে শাপলা মিডিয়ার চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’

by Shohag Ferdaus

বাঙালির শোকের মাস আগস্ট। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছে এ মাসেই । ১৫ আগস্টের সেই হৃদয়বিদারক ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ইতিহাসভিত্তিক চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’। অবশেষ দীর্ঘ প্রতীক্ষা শেষে শোকের মাসেই মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। আগামী আগস্ট মাসে সারাদেশে মুক্তি পাবে বহুল আকাঙ্ক্ষিত চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা ও দাফনের হৃদয়বিদারক ঘটনা এবং এ হত্যাকাণ্ডের কুশীলবদের চক্রান্ত- জানা অজানা নানা ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছে দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মোঃ সেলিম খান ও তার তিন বন্ধু মিলে ‘আগস্ট ১৯৭৫ চলচ্চিত্রটি প্রযোজনা, ও পরিচালনা করেন। বাকি তিন প্রযোজকরা হলেন মোঃ আফছার উদ্দিন ভূঁইয়া, কাজী মিজানুর রহমান এবং নাসির উদ্দিন। চিত্রনাট্যে রয়েছেন শামীম আহমেদ রনি ।

আগস্ট ১৯৭৫ চলচ্চিত্র মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার ও চলচ্চিত্রটির পরিচালক মোঃ সেলিম খান ।

তিনি জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা ও দাফনের প্রেক্ষাপটে হৃদয়বিদারক ঘটনা ও ঘাতকদের চক্রান্ত তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

সেলিম খান জানান, আগস্ট ১৯৭৫ চলচ্চিত্রের মাধ্যমে আয়ের যাবতীয় অর্থ বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে প্রদান করা হবে।

শামীম আহমেদ রনি জানান, সেন্সর বোর্ড সর্বশেষ গত ১ মার্চ চলচ্চিত্র দেখে আনকাট ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয় । এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকা সত্যি জীবনে বড় পাওয়া। ছবি নির্মাণে পুরো টিম আন্তরিকতা আর হৃদয় দিয়ে কাজ করেছে।

চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, জয়ন্ত চট্টপাধ্যায়, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন ও মাজনুন মিজানসহ আরও অনেকে।

ইমন সাহার সুর-সংগীতে চলচ্চিত্রটির শোকের আবহ মাখা একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার বর্ণাঢ্য সংগ্রামী রাজনৈতিক জীবন নিয়ে সুদীপ কুমার দীপের কথা ও সুমন কল্যাণের সুরে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু।

ভয়েস টিভি/এসএফ

You may also like