Home জাতীয় দেশে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু

by Newsroom
করোনাভাইরাস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৬৩৭ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬৮১ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ২০৬ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৬২৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫ হাজার ৫৯৯ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like