3
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২৩ জনে।
একই সময়ে ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৬১৫ জনের শরীরে। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জনে। এর মধ্যে নতুন করে ২ হাজার ৩৭৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে ১৬ সেপ্টেম্বর বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের পরে ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ।
ভয়েস টিভি/এসএফ