Home সারাদেশ ট্রলার ডুবির ২১ দিন পর মিলল শ্রমিকের মরদেহ

ট্রলার ডুবির ২১ দিন পর মিলল শ্রমিকের মরদেহ

by Shohag Ferdaus
ট্রলার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপকূলে আম্ফানে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করতে গিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজের ২১ দিন পর শ্রমিকের মরদেহ লাশ উদ্ধার করা হয়েছে। আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া ভাঙন পয়েন্টে ৯ মার্চ মঙ্গলবার রাত ১০টার দিকে কপোতাক্ষ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিক আব্দুল আজিজ মোড়ল (৬৩) আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের মুন্সি মানিক মোড়লের ছেলে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, কুড়িকাউনিয়া ভাঙন পয়েন্টে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে রাতেই এলাকাবাসীর সহায়তায় কপোতাক্ষ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ট্রলার ডুবিতে নিখোঁজ আব্দুল আজিজ মোড়লের বলে শনাক্ত করা হয়।

শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, আম্ফানে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করতে গিয়ে গত ১৬ ফেব্রুয়ারি ট্রলার ডুবিতে নিখোঁজ হন তিন শ্রমিক। এর মধ্যে বাবর আলী সরদার (৪৫) ও শফিকুল ইসলাম সানার (৪৮) মরদেহ উদ্ধার হলেও আজিজ মোড়ল নিখোঁজ ছিলেন।

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়িকাউনিয়া এলাকায় একটি খাল তৈরি হয়। গত ১৬ ফেব্রুয়ারি ভোর ৬টায় দিকে একটি ট্রলারে করে ১২ জন শ্রমিক বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১২ জনের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ হয়। নিখোঁজ তিনজনের মধ্যে ১৮ ফেব্রুয়ারি বাবর আলী সরদার (৪৫) ও ১৯ ফেব্রুয়ারি শফিকুল সানার (৪৮) মরদেহ উদ্ধার করা হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like