Home জাতীয় ২৪ ঘণ্টায় ২২ মৃত্যু

২৪ ঘণ্টায় ২২ মৃত্যু

by Shohag Ferdaus
করোনায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ১২৯২ জনের।

২৭ মে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন করে মারা যাওয়া ২২ জনসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮০ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত আরও ১ হাজার ২৯২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯১৫ জনের।

এর আগে ২৬ মে দেশে করোনায় ১৭ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৪৯৭ জন।

ভয়েস টিভি/এসএফ

You may also like