Home সারাদেশ নিজের ‘পায়ে’ দাঁড়াবে নোয়াখালীর ২৪১ নারী

নিজের ‘পায়ে’ দাঁড়াবে নোয়াখালীর ২৪১ নারী

by Shohag Ferdaus
নোয়াখালী

নোয়াখালী পৌরসভার প্রান্তিক ২৪১ জন হতদরিদ্র নারীকে ব্যবসার প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ লক্ষ্যে প্রত্যেককে ১০ হাজার করে মোট ২৪ লাখ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় পৌরসভার কনভেনশন সেন্টারে বিভিন্ন ওয়ার্ডের নারীদের হাতে অনুদানের টাকা তুলে দেন পৌর মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির অংশ হিসেবে এ অনুদান তুলে দেয়া হয়।

এসময় বক্তব্য রাখেন, মেয়র শহীদ উল্যাহ্ খাঁন সোহেল, নির্বাহী প্রকৌশলী সুজিত বুড়য়া, প্রকল্পের টাউন ব্যবস্থাপক এসএম লিয়াকত আলীসহ অনেকে।

বক্তারা বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার প্রান্তিক নারীরা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নিজেদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে এবং নারীরা নিজেরাই স্বাবলম্বী হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like