Home পশ্চিমবঙ্গ ২৪ ঘণ্টায় ভারতে আরও ৭৫ হাজার মানুষের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ভারতে আরও ৭৫ হাজার মানুষের করোনা শনাক্ত

by Newsroom
পশ্চিমবঙ্গে

২৪ ঘণ্টায় ভারতে আরও ৭৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে  মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ। বর্তমানে করোনা আক্রান্তে বৈশ্বিক তালিকায় দ্বিতীয় অবস্থান করছে ভারত।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৩৩ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করে ৭৫ হাজার ৮৩ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে  মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৩ জনে পৌঁছালো।

২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৫৩ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৯৩৫ জনে। আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর হার ১.৬০ শতাংশ।

আরও পড়ুন- ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে আত্মনির্ভরতার ডাক মোদির

এদিকে একদিনে ভারতে করোনা থেকে সুস্থ হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৬৮ জন। তাতে মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯৭ হাজার ৮৬৭ জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ।

সুস্থ ও মৃত্যু বাদ দিলে দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী রয়েছেন ৯ লাখ ৭৫ হাজার ৮৬১ জন, যা মোট আক্রান্তের ১৭ দশমিক ৫৪ শতাংশ।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখে পৌঁছায় গত ৭ আগস্ট, ৩০ লাখে পৌঁছায় ২৩ আগস্ট, আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছিল ৫ সেপ্টেম্বর, এর এগারোদিনের মাথায় আক্রান্ত অর্ধকোটি ছাড়ায়।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like