Home সারাদেশ ২৪ ঘণ্টায় হত্যা মামলার রহস্য উদঘাটন

২৪ ঘণ্টায় হত্যা মামলার রহস্য উদঘাটন

by Newsroom

নুর আলম: নীলফামারীর খোকশাবাড়িতে চাঞ্চল্যকর মিনা ওরফে সাথী হত্যা মামলায় স্বামী-শ্বাশুড়ি ও কাকি শ্বাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা কান্ডের বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন তারা।

এছাড়া জড়িত শ্বশুড় গনেশ রায় পলাতক থাকায় তাকে খুঁজছে পুলিশ। এ ঘটনায় সুকুমার রায় বাদি হয়ে একটি মামলা করেছেন।
আজ দুপুরে পুলিশ সুপার মুহাম্মদ মোখলেছুর রহমান প্রেস বিফ্রিং’এ বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
এতে জানানো হয়, স্বামী তিমোথীয় রায়ের পরকীয়া ও শ্বশুড় গনেশ রায়ের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় দীর্ঘ দিন থেকে চলে মিনা ওরফে সাথীর উপর শারিরীক ও মানষিক নির্যাতন।

এ নির্যাতনের হাত থেকে বাঁচতে ২৭মে রাত সাড়ে ১১টার দিকে মিনা বাড়ি থেকে পালিয়ে আশ্রয় নেয় মনির উদ্দীন উ”চ বিদ্যালয়ের পিছনে। রাতেই স্বামী তিমোথিয় রায়, শ্বশুর গনেশ রায়, শ্বাশুড়ি শিউলী ও চাচি শ্বাশুড়ি মিনতি তাকে ওই বিদ্যালয়ের পিছনে খুজে পায়।

বাড়ি ফিরে নিয়ে আসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা কাঁদাপানিতে চুবিয়ে হত্যার পর অর্ধ নগ্ন করে ফেলে রাখে।

ক্লুলেস এ হত্যাকান্ডের ঘটনায় ২৪ঘন্টার মধ্যেই রহস্য উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। এছাড়াও ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টাও করা হয়।

You may also like