কিশোরগঞ্জ সংবাদদাতা : বিগত ২৭০ বছরের ইতিহাসে এবরই প্রধম ঈদের জামাত হবে না ঐতিহাসিক শোলাকিয়ায় । করোনাকালের এবারের ঈদে কিশোরগঞ্জের শোলাকিয়ায় থাকবে না কোন মুসল্লির সমাগম। অথচ প্রতি বছর লাখ লাখ মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করতো যা ছিলো শত বছরের ঐতিহ্য । শত শত বছর ধরে দুই ঈদে দেশের বৃহৎ ঈদের জামাত হয়ে আসছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। উৎসবমুখর পরিবেশ ও নির্বিঘ্নে ঈদের জামাতের প্রস্তুতি নেওয়া হতো একমাস আগে থেকেই। অথচ এবারের ঈদে শোলাকিয়ার সে মাঠ থাকবে একাবেরই জনশূন্য। ইতিহাসের সকল সমীকরণ বদলে দিয়েছে মহামারি করোনা ভাইরাস ।
ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায়সহ দেশের কোন ঈদ গা তেই এবার হচ্ছে না ঈদ জামাত।
১৭৫০ সন থেকে এ মাঠে ঈদের জামাত হয়ে আসছে। সে হিসেব অনুযায়ী শোলাকিয়া মাঠের বর্তমান বয়স ২৭০ বছর। তারপর ১৮২৮ থেকে জঙ্গলবাড়ির জমিদার এ মাঠে নামাজ পড়তে শুরু করেন। তখন থেকেই বড় জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। সে হিসেবে এবার শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের ১৯৩তম জামাত হবার কথা ছিল।
বারো ভূঁইয়াদের অন্যতম প্রতাপশালী বীর ঈশা খাঁর ১৬তম বংশধর দেওয়ান মান্নান দাঁদ খান ১৯৫০ সালে শোলাকিয়া ঈদগাহটি ওয়াকফ্ করেন। তারও দুশ’ বছর আগে থেকে শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ আছে ওই ওয়াকফ দলিলে। ১৮২৮ সালে ঈদুল ফিতরের বড় জামাতে এ মাঠে প্রথম ১ লাখ ২৫ হাজার মুসল্লি এক সাথে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়ালাখিয়া’। যা এখন শোলাকিয়া নামে পরিচিত।
শোলাকিয়া ঈদগাহে বড় জামাতে লাখো মুসল্লির সাথে ঈদের নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। তাই প্রতি বছর ঈদের সময় এখানে ঢল নামে দেশ-বিদেশের লাখো মুসুল্লির। অনেকে বংশ পরম্পরায় ঈদের নামাজ পড়ে আসছেন প্রায় ৬ একর আয়তনের এ ঈদগাহে। ২০১৬ সালে শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ জঙ্গি হামলা হয়। দুই পুলিশ সদস্যসহ নিহত হন বেশ কয়েকজন। তবু থেমে থাকেনি ঈদের জামাত। তবে এই প্রথম বারের মতো ঈদের দিনেও নীরব থাকছে ঐতিহাসিক শোলাকিয়া।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানিয়েছেন এবারের ঈদ জামাত অনুষ্ঠিত হবে না। মুসুল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। তাই একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।