Home সারাদেশ ২৭ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২

২৭ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২

by Shohag Ferdaus
২৭ কেজি গাঁজা

ময়মনসিংহে ৫৮৫ বোতল ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ২৯ আগস্ট শনিবার রাতে ত্রিশালের নারায়ণপুর গ্রামের বানার ব্রীজ এলাকা থেকে ট্রাকে লুকিয়ে পরিবহন করার সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতারা হলেন- ট্রাক চালক মো. সামিউল ইসলাম (২৭) এবং চালকের সহকারী মো. আতিকুর রহমান (২০)। তারা উভয়েই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা।

৩০ আগস্ট দুপুরে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রিশালের নারায়ণপুর গ্রামের বানার ব্রীজ সংলগ্ন মিনিস্টার হাইটেক পার্ক ইন্ড্রাস্টির সামনে গতকাল রাত সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করে র‌্যাব। এসময় ওই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের বডিতে লুকিয়ে রাখা ৫৮৫ বোতল ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহের ত্রিশাল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like