Home সারাদেশ বিস্ফোরণের ঘটনায় আরও ২ জনের মৃত্যু

বিস্ফোরণের ঘটনায় আরও ২ জনের মৃত্যু

by Newsroom
২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। মারা যাওয়া ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম ও শেখ ফরিদ। এর আগে সকাল সাড়ে ৯টায় মারা যান আরও একজন। তার নাম তার নাম আব্দুস সাত্তার।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসকরা জানান, চিকিৎসাধীন সবারই যেহেতু শ্বাসনালী পুড়ে গেছে তাই কার কত শতাংশ পুড়েছে সেটা ততোটা গুরুত্বপূর্ণ নয়। শ্বাসনালী পোড়া কেউই শঙ্কামুক্ত থাকেন না।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ৩৭ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জন মারা গেলেন। এদের মধ্যে একজন দগ্ধ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৫ জনের চিকিৎসা চলছে।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। পরে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ভয়েস টিভি/টিআর

You may also like