Home বিশ্ব যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়াল

by Shohag Ferdaus
যুক্তরাষ্ট্রে

গত বছরের ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের অন্তত ২১৫টি অঞ্চলে। এ ভাইরাসটির আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মরণঘাতী এ ভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়িয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৭১ জন। একই সময়ে নতুন করে ৩৫ হাজার ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৮৮ হাজর ১৪৭ জন। আর মৃত্যু হয়েছে দুই লাখ ১৯৭ জনের।

দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪০ লাখ ৬৮ হাজার ৮৬ জন। দেশটিতে অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ২৫ লাখ ১৯ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ১৪ হাজার ১৬৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রে ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে নিউইয়র্কে। অঙ্গরাজ্যটিতে মারা গেছেন ৩৩ হাজারের বেশি মানুষ। আর আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।

দেশটিতে হু হু করে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ার কারণকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ লকডাউনের পরিকল্পনার নীতিকেই দায়ী করছেন দেশটির বিশেষজ্ঞরা।

এদিকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ১১৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ লাখ ৩৯ হাজার ১৭৭ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে দুই কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৫৪৭ জন।

ভয়েস টিভি/এসএফ

You may also like