Home খেলার খবর তিনবার জালে বল পাঠিয়েও ২-০ গোলে জুভেন্টাসের হার

তিনবার জালে বল পাঠিয়েও ২-০ গোলে জুভেন্টাসের হার

by Shohag Ferdaus
বার্সেলোনার

এক-দুবার নয় তিনবার জালে বল জড়িয়েও শেষমেষ ২-০ গোলে বার্সেলোনার কাছে হারতে হয়েছে জুভেন্টাসকে। ক্রিশ্চিয়ানো রোনালদোর করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তাকে ছাড়াই মাঠে নামে জুভেন্টাস। তুরিনোর আলিয়াঞ্জ স্টেডিয়ামে ২৮ অক্টোবর বুধবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটিতে মেসির বার্সেলোনা আধিপত্য দেখিয়ে জিতেছে ২-০ গোলে। গোলও করেছেন মেসি। এদিকে জুভেন্টাস তিনবার জালে বল পাঠালেও সবগুলো অফসাইডের কারণে বাতিল হয়েছে।

২০১৮ সালের পর মেসির প্রতিপক্ষে রোনালদোর মাঠে নামার সুযোগ তৈরি হলেও করোনা পজিটিভ থাকায় তা আর হয়নি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সেলোনা। এগিয়ে যেতেও সময় লাগেনি তাদের। মেসির পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে চতুর্দশ মিনিটে জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে।

এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। ৮৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় জুভেন্টাস। প্রতিপক্ষের খেলোয়াড়কে বাজে এক ফাউল করলে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে সেন্টার-ব্যাক মেরিহ দেমিরাল মাঠ ছাড়া হন।

ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। পেনাল্টি বক্সে বার্সেলোনার নতুন সেনসেশন অনসু ফাতিকে জুভেন্টাস উইঙ্গার ফাউল করলে স্পট কিকের বাঁশি বাজান রেফারি।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করল বার্সেলোনা।

আরও পড়ুন: রোনালদোর রেকর্ডে ভাগ মেসি-সুয়ারেসের

ভয়েস টিভি/এসএফ

You may also like