Home বিশ্ব নেভাদায় ৩০৬২টি কারচুপির অভিযোগ রিপাবলিকানদের

নেভাদায় ৩০৬২টি কারচুপির অভিযোগ রিপাবলিকানদের

by Shohag Ferdaus
নেভাদায়

গত ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে এখনো চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি। যতই সময় গড়াচ্ছে ততই জটিল হচ্ছে পরিস্থিতি।

এদিকে পাঁচটি অঙ্গরাজ্যের ভোট গণনা এখনো বাকি রয়েছে। এর মধ্যে অন্যতম নেভাদা। এ রাজ্যটিতে ৩০৬২টি কারচুপির রিপোর্ট করেছে রিপাবলিকানরা। ৬ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এ অভিযোগ করে দলটি। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে নেভাদা রিপাবলিকান পার্টি একটি সুপারিশ পাঠিয়েছে, যেখানে ‘নির্বাচনে কারচুপির অন্তত ৩০৬২টি ঘটনা’ তুলে ধরা হয়েছে।

দলটির পক্ষ থেকে এক টুইটে অভিযোগ তোলা হয়, রাজ্য থেকে অন্যত্র চলে যাওয়ার পর যারা ভোট দিয়েছেন, তারা কারচুপির সঙ্গে জড়িত।

নেভাদায় এখনো ভোট গণনা চলছে, যার সবশেষ ফলাফল অনুযায়ী জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে মাত্র ১১ হাজার ৪০০ ভোটে এগিয়ে রয়েছেন। ঐ রাজ্যের ৮৯ শতাংশ ব্যালট এখন পর্যন্ত গণনা শেষ হয়েছে।

আরও পড়ুন: ‘জালিয়াতির’ অভিযোগ ট্রাম্পের, ‘শান্ত’ থাকার আহ্বান বাইডেনের

ভয়েস টিভি/এসএফ

You may also like