Home প্রবাসী ৩০ বছর পরে দেশে ফিরছেন ঠিকই কিন্তু কফিনে

৩০ বছর পরে দেশে ফিরছেন ঠিকই কিন্তু কফিনে

by Shohag Ferdaus
মোস্তফা কামাল

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোস্তফা কামাল পাশা মানিক (৭২) মারা গেছেন। টানা ৩০ বছর পর শেষমেষ কফিনে করেই বাংলাদেশে ফিরছেন এ প্রবাসী।

১০ নভেম্বর মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছোট ভাই মো. সেলিম। দ্রুতই তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, সন্দ্বীপের গাছুয়ার সন্তান মানিক যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ৩৫ বছর আগে। এর ৫ বছর পর কেবল একবার বাংলাদেশে গিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করেছেন। তারপর কেটে গেছে ৩০ বছর, দেশটির গ্রিনকার্ডও পাননি তিনি। তবে তার একমাত্র মেয়ে বর্তমানে ওয়াশিংটন ডিসিতে বাস করছেন।

পেশায় নির্মাণ-ঠিকাদার মানিক বাস করতেন নিউ ইয়র্কের ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড সংলগ্ন এলাকায়। বছর দুয়েক আগে তার এক ছোটভাই মারা যাবার পর সেই ভাইয়ের স্ত্রী-সন্তানদের সঙ্গে একই বাসায় বসবাস করছিলেন তিনি।

মানিক ‘গাছুয়া জনকল্যাণ সমিতির’ সভাপতি, ‘যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের’ নির্বাহী সদস্য এবং ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশনের’ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগের দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসে বাইডেন-কমলার বিজয়ে জনতার উল্লাস ও মিষ্টি বিতরণ কার্যক্রমেও উপস্থিত ছিলেন তিনি।

আরও পড়ুন: পাঠান নিয়ে ফিরছেন শাহরুখ, থাকছেন সালমানও!

ভয়েস টিভি/এসএফ

You may also like