Home সারাদেশ ৩২ হাজার টাকায় বিক্রি হলো কাতলটি

৩২ হাজার টাকায় বিক্রি হলো কাতলটি

by Newsroom
৩২ হাজার

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়া ২০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ ৩২ হাজার টাকায় বিক্রি হয়েছে। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের উজানের অদূরে পদ্মা নদীতে কুব্বাত নামের এক জেলের জালে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে।

পরে সকালে দৌলতদিয়া ঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় ছকোর উদ্দিনের আড়ত থেকে ওই কাতল মাছটি কিনে নেন। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে ছকোর উদ্দিনের আড়ত থেকে ১৬০০ টাকা কেজি দরে ২০ কেজি ওজনের একটি কাতল কিনেছেন। এখন ১৬৫০-১৭০০ টাকা কেজি দরে মাছটি বিক্রির জন্যে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন।

আরও পড়ুন : কুড়িগ্রামে আবারো বাড়তে শুরু করেছে বন্যার পানি

You may also like