Home বিশ্ব ইরাকে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩২, আইএসের দায় স্বীকার

ইরাকে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩২, আইএসের দায় স্বীকার

by Shohag Ferdaus
বাগদাদে

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরাকের রাজধানী বাগদাদ। আত্মঘাতী এই বোমা হামলায় এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১০ জন।

বাগদাদের কেন্দ্রস্থলে তায়ারান চত্বরে ২১ জানুয়ারি বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটেছে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আইএস।

ইরাকের প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে হামলার বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, বাব আল-শারকির একটি কাপড়ের বাজারে দুই বোমারু নিজেদের উড়িয়ে দেন। ২০১৮ সালের জানুয়ারির পর এটিই বাগদাদে হওয়া সবচেয়ে প্রাণঘাতী আত্মঘাতী হামলা। তিন বছর আগের ওই হামলায় ৩৫ জনের মৃত্যু হয়েছিল।

ইসলামিক স্টেটকে পরাস্ত করার পরে এত বড় হামলার ঘটনা সেখানে ঘটেনি। ইরাকে আইএস জঙ্গিদের অবস্থান জানাতেই তারা এ হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। দেশটির প্রশাসন জানিয়েছে, স্লিপিং সেলের সাহায্যে এ ঘটনা ঘটানো হয়েছে। ফলে গোয়েন্দাদের কাছে এ বিষয়ে বিশেষ কোন তথ্য ছিল না।

এদিকে ইরাকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখনো পর্যন্ত ১১০ জন আহত হলেও, অনেকরই অবস্থাই গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে।

আর জাতিসংঘ আইএস জঙ্গিদের এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বস্তুত, ঘটনার পরেই বাজারের অদূরে বাগদাদের গ্রিন জোন সিল করে দেয়া হয়। কারণ সেখানেই আমেরিকাসহ একাধিক দেশের দূতাবাস। এর আগে সেখানেও বার বার হামলার চেষ্টা হয়েছে।

ভয়েস টিভি/টিএইচ/এসএফ

You may also like