Home চিকিৎসা আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৯৫০

আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৯৫০

by Newsroom
৯৭ লাখ

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯৫০ জন।

৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হওয়ায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৭ জনে। আর ১ হাজার ৯৫০ জন শনাক্ত হওয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৬১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৩১৮টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮ জনে।

ভয়েস টিভি/টিআর

You may also like