Home জাতীয় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

by Newsroom
প্রায়

ঢাকা: করোনার তান্ডব যেন কিছুতেই থামছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২১ ও নারী ১৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে তিন হাজার ৩৫ ও নারী ৯৩১ জন। এ সময়ের মধ্যে শনাক্ত হয়েছে আরও ১৯৫০ জন।

১ সেপ্টেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯২টি ল্যাবে ১১ হাজার ৯৮১টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ২০৯টি। এর মধ্যে আগের কিছু নমুনা ছিল। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯০ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮ হাজার ১৭৭ জন। আর দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩১৬ জনে। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা হলো ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫৪ হাজার ৭৪৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৬ লাখ ৩৩ হাজার ১৯৪ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭৯ লাখ ৩৮ হাজার ৯৮০ জন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এই পর্যন্ত ১৫ লাখ ৬২ হাজার ৪১২ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like