Home খেলার খবর আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ বছর পর জিতল ইংল্যান্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ বছর পর জিতল ইংল্যান্ড

by Shohag Ferdaus
ইংল্যান্ড

আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়া ইংল্যান্ড বিরতির পর জালের দেখা পেল আরও একবার। দাপুটে জয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ বছরের জয় খরা কাটাল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ১২ নভেম্বর বৃহস্পতিবার প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের দল। একটি করে গোল করেন হ্যারি ম্যাগুইয়ার, জেডন স্যানচো ও ডমিনিক ক্যালভার্ট-লুইন।

৩৫ বছরের বেশি সময় পর রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে জিতল ইংল্যান্ড। এর আগে সবশেষ ১৯৮৫ সালের মার্চে একই মাঠে প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছিল তারা।

আর রিপাবলিক অব আয়ারল্যান্ডের সবশেষ জয়টি ১৯৮৮ সালের জুনে, স্টুর্টগার্টে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১-০ গোলে। এরপর থেকে দুই দলের ছয়বারের দেখায় প্রতিবারই হয় ড্র।

ঘরের মাঠে সপ্তদশ মিনিটে অধিনায়ক ম্যাগুইয়ারের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। হ্যারি উইঙ্কসের ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে হেডে বল জালে পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার।

২৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন ম্যাগুইয়ার। তবে এবার তার হেড ক্রসবারের ওপর দিয়ে কর্নারের বিনিময়ে ফেরান সফরকারী গোলরক্ষক।

এর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন স্যানচো। জ্যাক গ্রিলিশের পাসে ডি-বক্সের বাঁ দিকে বল পেয়ে নিচু শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন বরুশিয়া ডর্টমুন্ডের এই উইঙ্গার।

৫৬তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন ক্যালভার্ট-লুইন। প্রতিপক্ষের ডি-বক্সে বুকায়ো সাকা ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল ইংল্যান্ড।

বাকি সময়েও একের পর এক আক্রমণ করা স্বাগতিকরা পুরো ম্যাচে গোলের উদ্দেশে শট নেয় মোট ২০টি, যার ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে সফরকারীরা গোলের উদ্দেশে শট নিতে পারে কেবল ৪টি।

নেশন্স লিগে আগামী রোববার ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামের মাঠে খেলবে ইংল্যান্ড। টুর্নামেন্টে একই দিন ওয়েলসের মুখোমুখি হবে রিপাবলিক অব আয়ারল্যান্ড।

আরও পড়ুন: মেসির বাতিল গোলে আটকে গেল আর্জেন্টিনা

ভয়েস টিভি/এসএফ

You may also like