Home জাতীয় শনাক্ত ৩৬৯, মৃত্যু ১৬

শনাক্ত ৩৬৯, মৃত্যু ১৬

by Shohag Ferdaus
১৬

টানা দ্বিতীয় দিনের মতো ২৪ ঘণ্টায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা তিনশর ঘরে রয়েছে। গত একদিনে দেশে ৩৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে এ ভাইরাসটিতে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের।

৩১ জানুয়ারি রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সবশেষ এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ১২ হাজার ২২৫ নমুনা পরীক্ষা করে দেশে ৩৬৯ শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ শতাংশ। আর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতর আগের ২৪ ঘণ্টায় ৩৬৩ রোগী শনাক্তের কথা জানিয়েছিল। এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ২৫ এপ্রিল; সেদিন ৩০৯ জন রোগী শনাক্তের কথা জানানো হয়েছিল।

গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে।

এনিয়ে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like