Home বিনোদন ৩ কোটি টাকা অনুদান পেলো চলচ্চিত্র কর্মীরা

৩ কোটি টাকা অনুদান পেলো চলচ্চিত্র কর্মীরা

by Newsroom

ভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের কারণে চরম সঙ্কটে পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর সহযোগী ও অসচ্ছল শিল্পীরা। ভালো নেই নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। একারণে তাদের জন্য ৩ কোটি টাকা অনুদান দিচ্ছে তথ্য মন্ত্রণালয়। এই অনুদানের কার্যক্রম শুরু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

তিনি বলেন, প্রক্রিয়াটি প্রাথমিক পর্যায়ে আছে। অনুদানের অর্থ কবে চলচ্চিত্রকর্মীদের দেয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

করোনাভাইরাসের মধ্যে আর্থিক সঙ্কটে থাকা ৩০০ অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের মাঝে অনুদানের অর্থ তুলে দেয়ার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। তবে কারা এই অনুদান পাবেন চলচ্চিত্রের সংগঠনগুলোর প্রতিনিধিদের বৈঠকে শিগগিরই অনুদানের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

লকডাউন শুরু হওয়ার পর থেকেই সব ধরনের শুটিং ও সিনেমা হল বন্ধ। এর মধ্যে চলচ্চিত্র শিল্পের ‘৩০০ কোটি টাকা’ লোকসান হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি।

You may also like