Home সারাদেশ মেঘনা থেকে ৩ লাখ মিটার অবৈধ জাল জব্দ

মেঘনা থেকে ৩ লাখ মিটার অবৈধ জাল জব্দ

by Shohag Ferdaus
অবৈধ জাল
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
৭ অক্টোবর বুধবার দুপুরে হাতিয়া কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মৌলভীরচর ও এর সন্নিকটে মেঘনা নদীতে এ অভিযান পরিচলনা করা হয়।

তিনি আরও জানান, নদীতে স্বাভাবিক টহল দেয়া অবস্থায় সংবাদ পাওয়া যায় মৌলভীচরের সন্নিকটে নদীতে কিছু জেলে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে। এমন খবরে  টহল টিম অভিযান পরিচলানা করে তিনটি নৌকায় কারেন্ট জাল ব্যবহারের বিষয়টি নিশ্চিত হয়।

পরে নদীতে থাকা অবস্থায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা ও জাল রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কোস্টগার্ডের তমরদ্দি ক্যাম্পে এনে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
কোস্টগার্ড জানায়, আগামী ১৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। তার আগাম সতর্কতার অংশ হিসেবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ভয়েস টিভি/এসএফ

You may also like